Saturday, July 27, 2024
রাজ্য

১৯৭১ সালের এই চাই, ওই চাই! কিছু মানুষ এসব রটাচ্ছে, ভয় পাবেন না : মমতা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসি ইস্যুতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভয় দিয়ে বলেছেন, ‘বাংলায় আমরা এনআরসি করতে দেবো না। সারা দেশেও হবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। কেউ মানবে না।’

মমতা বলেন, ‛ভোটার তালিকায় যাদের নাম আছে, তাঁরা দেখে নেবেন তালিকায় নাম আছে কিনা। যার নেই ভোটার তালিকায় নামটা তুলে রাখবেন। আর কিচ্ছু করার দরকার নেই। ১৯৭১ সালের এই চাই, ওই চাই, কিন্তু এনআরসি হলে তবে তো। ভয় পাবেন না। ওসব রটনা।’

মমতার অভিযোগ, কোনও এনআরসি হবে না। বিজেপি ওই ইস্যুতে রাজনৈতিক প্রচার করছে। তিনি বলেন, ওদের এসব করতে দিন। এটা ওদের রাজনৈতিক হাতিয়ার। এটাকে রাজনীতি হিসেবে দেখুন। আমাদের তো এটা হাতিয়ার নয়। এজন্য ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেও অভয় দেন মমতা।

Leave a Reply

error: Content is protected !!