Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

প্রশাসনের অনুমতি ছাড়াই মঞ্চ বেঁঝেছিল বিজেপি, ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

ছবি- প্রতীকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও অভিযান’-এর মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে মহকুমাশাসকের দফতরের সামনে একটি মঞ্চ বেঁধেছিল বিজেপি। অভিযোগ রাতে ক্যানিং থানার পুলিশকর্মীরা এসে মঞ্চটিতে ব্যাপক ভাঙচুর করেন। সেখানে হাজির ২ বিজেপি কর্মীকে আটক করে নিয়ে যায় তারা।

পুলিশের দাবি, সোশ্যাল ডিসট্যান্সিং ভেঙে প্রশাসনের অনুমতি ছাড়াই মঞ্চ বেঁঝেছিল বিজেপি। মহামারি প্রতিরোধে তাই পুলিশ পদক্ষেপ করেছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরানোর দাবিতে শুক্রবার পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি ব্লকে ধরনায় বসেছে বিজেপি। দলীয় কর্মীদের ওপর থেকে ভুয়ো মামলা প্রত্যাহার-সহ পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরানোর দাবিতে বিজেপির এই কর্মসূচি।

 

 

Leave a Reply

error: Content is protected !!