Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

হাইওয়েতে পুলিশি রাজ! পুজোর মুখে তিনদিনের ট্রাক ধর্মঘট, আরও বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনা আবহে কাজের বাজার খারাপ, শিক্ষিত বেকারত্ব বাড়ছে। অনেক মানুষই প্রায় ঘরে বসে দিন কাটাচ্ছে। আর এই অবস্থায় শাক, সবজি ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। পেঁয়াজ, আলু সহ বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী। আর এই পরিস্থিতিতে ট্রাক সংগঠন গুলির নয়া ঘোষনা। আগামী ১২- ১৪ অক্টোবর ৭২ ঘন্টার ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক সংগঠন গুলো।

এমনিতেই শাক, সবজির দাম ঊর্ধ্বমুখী। আর পুজোর মুখে ধর্মঘট হলে তা সরবরাহে ছেদ পড়বে। আর অগ্নিমূল্য হতে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। বুধবার ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের তরফে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ট্রাক মালিকদের বক্তব্য, হাইওয়েতে রীতিমতো পুলিশি রাজ চলছে। ক্ষতি এড়াতে ২৫ শতাংশ বহন ক্ষমতা বৃদ্ধি চাইছেন তাঁরা। আর এই দাবি নিয়েই তাদের আন্দোলন। ধর্মঘটে কাজ না হলে, আরও বৃহত্তম আন্দোলনের আগাম হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এই তিনদিন রাজ্যের বাইরে থেকে কোনও ট্রাক যেমন আসবেনা। রাজ্য থেকেও কোনো ট্রাক ভিন রাজ্যে যাবে। ব্যাহত হবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে। তাই বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

 

Leave a Reply

error: Content is protected !!