Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

দিল্লি ভোটের আগে আইটি সেলের দৌরাত্ম্য রুখেছিলেন, জানালেন ফেসবুক থেকে বিতাড়িত এক ডেটা সায়েন্টিস্ট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফেসবুক থেকে বিতাড়িত এক ডেটা সায়েন্টিস্ট সোফি ঝ্যাংয়ের মেমো থেকে চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে। মেমোতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল দিল্লি ভোটের আগে। যদিও সেটা নিরস্ত করেছিল ফেসবুক, কিন্তু প্রকাশ্যে সেই কথা জানায়নি তারা। প্রায় ৬৬০০ শব্দের এই মেমো যেটা সোফি তাঁর সহকর্মীদের পাঠিয়েছিলেন, সেখানে উঠে এসেছে ফেসবুকের নানান কীর্তিকলাপের কথা। কীভাবে অনেক সময় ব্যবসার স্বার্থে ফেসবুক আপোষ করে নীতির সঙ্গে, সেগুলি তুলে ধরা হয়েছে এই মেমোতে। এই মেমো প্রকাশ করেছে বাজফিড।

ফেসবুকের ওই প্রাক্তন কর্মীর মেমোতে আজারবাইজান, হন্ডুরাস, স্পেন, ব্রাজিল, বলিভিয়া, ইকুয়েডর ও ভারতের কথা বলা হয়েছে যেখানে গণতন্ত্রকে দমিয়ে রাখার প্রচেষ্টা আটকাতে ফেসবুক তৎপর হয়নি বলে অভিযোগ। কোনও কোনও ক্ষেত্রে তিনি বলার প্রায় এক বছর ফেসবুক ব্যবস্থা নেয় বলে জানান এই প্রাক্তন কর্মী। সোফি জানিয়েছেন যে তিনি অসুস্থ অবস্থায় কাজ করেছিলেন দিল্লি নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টা রোখার জন্য।

সোফি জানান, প্রায় হাজার জন কর্মী এই চেষ্টা করছিল। তবে আনুষ্ঠানিক ভাবে এই নেটওয়ার্ক ফেসবুক বন্ধ করেনি। চুপচাপ ডিলিট ও ব্যান করা হয়। কোন দল এই প্রচেষ্টা করেছিল সেটা জানাননি তিনি। ফেসবুকের সাইট ইনটেগ্রিটি ফেক এনগেজমেন্ট টিমের সঙ্গে ছিলেন এই কর্মী। তাঁর অভিযোগ, কোনও কনটেন্ট নিয়ে তিনি আপত্তি জানালেও ব্যবস্থা নিতে অনেক দেরি করত সংস্থা। কিন্তু কোনও ভাবেই সেই বিষয়টি মিডিয়ায় লিক হয়ে গেলেই তখন ধামাচাপা দেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নিতে চাইত ফেসবুক।

 

Leave a Reply

error: Content is protected !!