দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আলুর বাজার উর্দ্ধমুখী। এবার এই আলুর দাম নির্ধারন করে দিল নবান্নের টাস্ক ফোর্সের বৈঠক। সম্প্রতি নবান্নের এক বৈঠকে ঠিক হয় কমাতে হবে আলুর দাম। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত ৪০ বস্তার বেশি আলু রাখা যাবে না কোল্ড স্টোরেজেও।
২২ টাকা কেজি দরে জ্যোতি আলু কৃষকদের থেকে কিনে ১ টাকা পরিবহন বাবদ রেখে পাইকারি বাজারে ২৩ টাকা কেজি দরে আলু বিক্রি করতে হবে। দুটাকা জ্বালানি খরচ বাবদ ধরে নিয়ে ক্রেতাদের কাছে ২৫ টাকা কিলো দরে আলু বিক্রি করতে হবে।
নবান্নের নির্দেশে আগামী বুধবারের মধ্যেই কমাতে হবে আলুর অগ্নিমূল্য। আগামী বুধবার থেকেই পাইকারি ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে আলু সংগ্রহ করে ১৫ ই আগস্টের মধ্যেই কলকাতা ও অন্যান্য জায়গার বাজারে পৌঁছে দিতে হবে। যাতে করে ক্রেতারা সঠিক দামে আলু কিনতে পারে।