Wednesday, April 24, 2024
Latest Newsদেশফিচার নিউজ

আরএসএস কর্মী খুনে দোষী সাব্যস্ত আরএসএসেরই ৯ সদস্য! যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এক ব‍্যক্তিকে কুপিয়ে হত‍্যা করার অপরাধে নয় আরএসএস কর্মীকে দোষী সাব্যস্ত করল কেরলের কোল্লাম প্রিন্সিপাল সেশন কোর্ট। তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কোল্লামের অতিরিক্ত দায়রা আদালতেও অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছিল। পাশাপাশি প্রত‍্যেকের এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।

২০১২ সালের ৭ ফেব্রুয়ারি কোল্লামের কাদভুর জংশনের কাছেই এক আরএসএস কর্মী জয়নকে কুপিয়ে হত‍্যা করা হয়েছিল। সন্দেহজনক পরিস্থিতিতে ভারতীয় দন্ডবিধির ১৪৩, ১৪৮, ৩৪১, ৩২৪,‌ ৩০২ ও ১৪৯ নম্বর ধারা অনুযায়ী নয় অভিযুক্তকে শনাক্ত করা হয়েছিল।

জানা গেছে আরএসএস ছাড়তে চেয়েছিলেন জয়ন। সেই কারণে পরিকল্পনা করে তাঁর বাড়ির কাছেই কুপিয়ে হত‍্যা করা হয় তাঁকে। জয়নের বোনের স্বামী রঘুনাথ পিল্লাইও তাঁকে কুপিয়ে আঘাত করেন।

বারবার বিচার বিভাগকে চ‍্যালেঞ্জ জানিয়েছে অভিযুক্তরা। ফেব্রুয়ারি মাসে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করার সময় অভিযুক্তরা পলাতক ছিলেন। হাইকোর্টেও নিজেদের দাবি জানিয়েছিলেন তাঁরা। আসামীদের আবেদন মেনে নিম্ন আদালতের রায় বাতিল করে তা পুনর্বিবেচনার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেয় হাইকোর্ট।

 

Leave a Reply

error: Content is protected !!