দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রেনাল প্যারামিটারে এখনও সমস্যা রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। কিন্তু তার মধ্যেই ভাল খবর, রক্তচাপ স্থিতিশীল রয়েছে তাঁর। যদিও এখনও ফুসফুসে সংক্রমণ নিয়ে ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। গভীর কোমায় রয়েছেন প্রণববাবু।
দিল্লির সেনা হাসপাতালের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, প্রণববাবু এখনও গভীর কোমায় ও ভেন্টিলেশনে রয়েছেন। ফুসফুসে সংক্রমণ ও রেনাল প্যারামিটারে বদলের চিকিৎসা চলছে তাঁরা। প্রণববাবুর রক্তচাপ স্থিতিশীল রয়েছে।
Tags:Pranab Mukherjee