দৈনিক সমাচার,ডিজিটাল ডেস্ক : গত বছরের মার্চ মাসের ১৫ তারিখ। এক সন্ত্রাসীর হামলায় ক্রাইস্টচার্চ এলাকার দু’টি মসজিদে খুন হয়ে যান ৫১ জন! আল নূর মসজিদ এবং লিনউড ইসলামিক সেন্টার ছাড়াও অ্যাশবার্টন মসজিদে হামলার পরিকল্পনা ছিল বন্দুকবাজের। তবে তৃতীয় মসজিদে যাবার পথে তাকে আটক করা হয়।
আটক হওয়া যুবক, ২৯ বছরের ব্রেন্টন হ্যারিসন টরান্ট দোষী সাব্যস্ত হয় এক বছর ধরে মামলা চলার পরে। শেষমেশ আজ, বৃহস্পতিবার তার যাবজ্জীবন কারাবাস ঘোষণা করল নিউজিল্যান্ডের আদালত। শুধু তাই নয়, ওই সন্ত্রাসী আজীবন প্যারোল পাবে না। অর্থাৎ জীবনের প্রতিটি দিন তাকে কারাগারেই কাটাতে হবে এখন থেকে।
এই ধরনের শাস্তি নিউজিল্যান্ডে এই প্রথমবারের মতো দেওয়া হয়েছে। রায়ে সাজা ঘোষণার সময় বিচারক ক্যামেরন ম্যান্ডার বলেন যে এটি একটি অমানবিক কাজ, এটি ঠিক নয়। নিউজিল্যান্ডের ইতিহাসে অভূতপূর্ব সাজা ঘোষণা করে বিচারপতি ক্যামেরন মান্ডের জানান, এমন ঘৃণ্য অপরাধের জন্য নির্দিষ্ট সময়ের কারাবাস যথেষ্ট নয়। তিন বছরের শিশুও তার হাত থেকে রক্ষা পায়নি। মৃত্যু পর্যন্ত জেলবন্দি থাকলেও সে সাজা কম।