Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

প্রশান্ত কিশোর বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু আমরা-ই নিয়নি: অমিত শাহ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রশান্ত কিশোর বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু আমরা-ই নিয়নি, এমনটাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ। প্রশান্ত কিশোর এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে। ২০১৯ লোকসভায় আশাতীত ফল করতে না পেরে প্রশান্ত কিশোরকে বাংলায় এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই তৃণমূলের হয়ে প্রচার-পরিকল্পনা রচনা করেছিলেন। এখন ২২০১-এর ভোট শুরুর মুখেই সেই প্রশান্ত কিশোরকে নিয়ে জল্পনা উসকে দিলেন অমিত শাহ।

২০১৯-এর পর থেকেই প্রশান্ত কিশোরকে নিয়ে চর্চা চলছে। তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী হিসেবে দায়িত্ব নিয়েই তিনি দিদিকে বলোর মতো কর্মসূচি নিয়েছিলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকারের মতো কর্মসূচির পিছনেও তাঁর মস্তিষ্ক ছিল। এই প্রচার পরিকল্পনাসকল ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

প্রশান্ত কিশোরের আগমনেই খোলনলচে বদলাতে শুরু করেছিল তৃণমূল। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল খারাপ ফলাফল করল, তার কারণ অনুসন্ধানও করতে তাঁর টিম আই প্যাককে নামিয়ে দিয়েছিলেন ময়দানে। তৃণমূলের অন্দরে যে চোরাস্রোত বইছে, তা নিরুপণ করার পাশাপাশি টোটকাও বের করেছিলেন তিনি। এখন দেখার পিকের-টোটকায় তৃণমূল তাদের হারানো জমি ফিরে পায় কি না!

এরপর ২০২১-এর পরীক্ষা যখন শিয়রে, তখনই পিকে জানিয়ে দিয়েছিলেন, বিজেপি দুই অঙ্ক পেরোতে পারবে না। এটা তিনি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন। বলেছেন, বিজেপি দুই অঙ্ক পেরোলে তিনি ভোট কৌশলীর চাকরিই ছেড়ে দেবেন। এহেন পিকেই নাকি যোগ দিতে চেয়েছিলেন বিজেপিতে। এমনই চাঞ্চল্যকর দাবি করে বসলেন অমিত শাহ।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর দাবি করে অমিত শাহ বলেন, পিকে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। আমরা চাইনি পিকে-কে দলে নিতে। নীতীশকুমার বলেছিলেন, অমিত শাহের অনুরোধেই প্রশান্ত কিশোরকে দলে নিয়েছিলেন তিনি। এই প্রশ্নের উত্তরে অমিত শাহের অকপট স্বীকারোক্তি, তিনি বলেছিলেন নীতীশ কুমারকে দলে নিতে।

 

Leave a Reply

error: Content is protected !!