দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই কোমর ভেঙে সুয়ে পড়েছে দেশের অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক হাল ফেরাতে ব্যর্থ কেন্দ্র। তারপর থেকেই একের পর এক সংস্থা বেসরকারি হাতে তুলে দিচ্ছে মোদী সরকার। এবার কি সেই তালিকায় যুক্ত হতে চলেছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের নাম? এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই শ্রমিক মহলে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া।
পরিস্থিতি আন্দাজ করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে চিঠি লিখে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুয়ালিয়া।