Sunday, March 3, 2024
Latest Newsদেশফিচার নিউজ

দ্রুত হারে কমছে জনপ্রিয়তা, বাড়ছে শুধু ডিসলাইক! মোদীর লাইভে ফের ডিসলাইকের ঝড়

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গত এক সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে, মোদীর ভাষণ লাইভ স্ট্রিমিং-এর সময় লাইকের চেয়ে ডিসলাইক পড়ছে বেশি। ফের সেই একই দৃশ্য দেখা গেল সোমবার। এদিন জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যপালদের বৈঠকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সেই ভাষণ যখন লাইভ স্ট্রিম করা হচ্ছিল, তখন লাইক পড়ে ১১ হাজার। ডিসলাইক পড়ে ১২ হাজার। তার পরে কয়েক ঘণ্টায় অবশ্য লাইক পড়ে অনেকগুলি। গত সপ্তাহেও দু’বার মোদীর ভাষণের সময় ডিসলাইকের সংখ্যা লাইককে ছাড়িয়ে যায়।

গত ৩০ আগস্ট প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের সময় লাইক পড়ে ২ লক্ষ ১১ হাজার। ডিসলাইক পড়ে ২ লক্ষ ৮৩ হাজার। এরপরে মোদী আইপিএস প্রবেশনারদের সমাবেশে ভাষণ দেন। তাতে লাইক পড়ে ২৮ হাজার। ডিসলাইক পড়ে ২৯ হাজার।

চলতি বছরে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১০৫ টি ভিডিও লাইভ স্ট্রিম করা হয়েছিল। তার মধ্যে দু’টি ভাষণে ডিসলাইকের সংখ্যা লাইককে ছাড়িয়ে গিয়েছে। দু’টি ভাষণই দেওয়া হয়েছিল নিট-জয়েন্ট এন্ট্রান্স নিয়ে বিতর্কের পরে।

Leave a Reply

error: Content is protected !!