দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মুম্বইকে মিনি পাকিস্তান বলার পরেই কেন্দ্রের তরফে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হয়েছে বিতর্কিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। নিরাপত্তা দেওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান কঙ্গনা। তারপরেই কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন শিবসেনা বিধায়ক প্রতাপ সারনায়েক।
তিনি দাবি করেছেন, মহারাষ্ট্র সরকারের বিরোধিতা করতে গিয়ে দাউদ ইব্রাহিমকেও নিরাপত্তা দেবে কেন্দ্র। প্রতাপ সারনায়েক বলেন, “যদি মহারাষ্ট্র সরকার মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে কিছু বলে, তাহলে আগামীকাল তাকেও নিরাপত্তা দেবে কেন্দ্রীয় সরকার। তাদের খালি মহারাষ্ট্র সরকারের বিরোধিতা করতে হবে।”