নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : কথা ছিল আগেই। রবিবার রাত ন’টায় ন’মিনিটের জন্য ঘরের বৈদ্যুতিন আলো নিভিয়ে প্রদীপ-মোমবাতি জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। হলও তাই। রাত ন’টা বাজতেই বিভিন্ন এলাকায় নেমে এল অন্ধকার, জ্বলে উঠল প্রদীপের আলো। সঙ্গে পুড়ল বাজি, ফাটল পটকা। কারও জানলায়, কারও ব্যালকনিতে দেখা গেল অকাল দীপাবলির মেজাজ। এই অনুষ্ঠানের মেজাজে গা ভাসালেন সেলেব থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরাও
রঙচঙে এই মেজাজ এমনই ছিল, যাতে রাস্তায় পর্যন্ত নেমে এলো উত্তাল জনতা। দেশের বিভিন্ন জায়গায় পাশাপাশি রাজ্যের অলিতে গলিতে মশাল হাতে মিছিল করতে দেখা গেল বিজেপি সমর্থকদের। এককথায় বলতে গেলে লকডাউনের বারোটা বাজিয়ে দেওয়া হল মোমবাতি সেমিনারের মাধ্যমে। গবেট লোকদের এহেন কর্মকাণ্ডের পরেই অনেকে সোশ্যাল সাইটে নিজামুদ্দিন প্রসঙ্গ তুলে এনেছেন নতুন করে। সোশ্যাল সাইট ফেসবুকে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে, এর দায়টাও কি নিজামুদ্দিনের উপর চাপানো যাবে?