দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারভারা রাও, ডাঃ কাফিল খান, আনন্দ তেলতুম্বলে, সোমা সেন, সুধা ভারদ্বাজ সহ সমস্ত রাজনৈতিক বন্দির মুক্তির দাবিতে কলকাতায় যৌথভাবে বিক্ষোভ দেখাল একাধিক মানবাধিকার সংগঠন।
এদিন ধর্মতলার গ্র্যান্ড হোটেলের সামনে তাঁরা কেন্দ্রীয় সরকার বিরোধী বিক্ষোভ আন্দোলন শুরু করেন। মানবাধিকার সংগঠন সিআরপিসি, পিইউসিএল, বন্দিমুক্তি কমিটির সদস্যরা এদিন বিক্ষোভে অংশগ্রহণ করেন। সংগঠনগুলির বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়।