দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সপ্তাহখানেক আগেই জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশি অত্যাচারের গুরুতর অভিযোগ উঠেছিল। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের পেটানোর। এমনকি জামিয়ার ছাত্ররা অভিযোগ তোলেন, ছাত্রীদের শৌচাগারে ঢুকে পিটিয়েছে পুরুষ পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ ফের রাস্তায় নামে জামিয়ার ছাত্ররা। আজও তাঁদের সেই আন্দোলন ঘিরে আর একপ্রস্থ উত্তেজনা ছড়াল রাজধানীতে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন ভয়াবহ আকার নিয়েছে উত্তরপ্রদেশে। শনিবার থেকে নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে রামপুরে। ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে। রামপুরের ঘটনার প্রতিবাদেই আজ দুপুরে জামিয়ার কয়েকশো ছাত্রছাত্রী পৌঁছে যায় দিল্লির চাণক্যপুরীতে উত্তরপ্রদেশ ভবনের সামনে। সেখানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় ছাত্রদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় দিল্লি পুলিশ। বেশকয়েকজন ছাত্র নেতা-নেত্রীকে আটকও করা হয়েছে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন