দৈনিকসমাচার, ডিজিটাল ডেস্ক : করোনাকালে দুর্গাপুজো নিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছিল। এমনকী পুজো করতে দেওয়া হবে না বলেও প্রচার চালানো হচ্ছিল। সেই গুজব ছড়ানো নিয়ে নাম না করে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলিশ দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “সকাল থেকে রটিয়ে দেওয়া হয়েছে, দুর্গাপুজোর সময় কাউকে রাস্তায় বেরোতে দেওয়া হবে না। সারারাত কারফিউ থাকবে। সরকার নাকি বলেছে দুর্গাপুজো হবে না।”
মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “হয় প্রমাণ করুন, আর প্রমাণ করতে না পারলে কান ধরে ওঠবোস করুন। প্রমাণ করুন, এটা সরকার করেছে। প্রমাণ করতে হবে এটা সরকার করেছে। সরকার যদি এটা করে থাকে, তাহলে আমি কান ধরে ওঠবোস করব।”