Thursday, April 25, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

সংসদে মন্ত্রীর কাগজ কেড়ে ছিঁড়ে ফেলার শাস্তি, সাসপেন্ড তৃণমূল সাংসদ শান্তনু সেন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সংসদের মধ্যেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে কাগজ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার জের৷ বড় শাস্তি পেলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন৷ গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হল তৃণমূলের রাজ্যসভার সাংসদকে৷ এ দিন রাজ্যসভার চেয়ারপার্সন ভেঙ্কাইয়া নাইডু তৃণমূল সাংসদের এই শাস্তির ঘোষণা করেন৷

শান্তনু সেনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছিল কেন্দ্রীয় সরকার৷ সরকারের তরফে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরলীধরন এই প্রস্তাব আনেন৷ সরকারের সেই প্রস্তাবে সম্মতি দিয়েই শান্তনু সেনকে গোটা বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারপার্সন৷ শাস্তি ঘোষণা করার আগে তিনি বলেন, যেভাবে মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়৷ যা হয়েছে তা অসাংবিধানিক এবং সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অপমানজনক বলেও অভিযোগ করেন ভেঙ্কাইয়া নাইডু৷

Leave a Reply

error: Content is protected !!