দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাহুল গান্ধী ও কংগ্রেসের কঠোর সমালোচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, রাহুল গান্ধী যখনই কথা বলেন তাতে পাকিস্তানের প্রশংসা থাকে।
বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলেন, ৩৭০ ধারা নিয়ে রাহুলের বিবৃতির প্রশংসা করে পাকিস্তান। পাক সংসদে রাহুলের মন্তব্যের ভূয়সী প্রশংসা করা হয়। এমনকি পাকিস্তান রাষ্ট্রসঙ্ঘে রাহুলের মন্তব্যকেও নিজেদের আবেদনপত্রে লিখে পেশ করে। এ নিয়ে কংগ্রেসের লজ্জা হওয়া উচিত! রাহুল যখনই কথা বলেন তাতে পাকিস্তানের প্রশংসা থাকে।’