Sunday, April 21, 2024
দেশফিচার নিউজ

অবশেষে স্বস্তি! আইসিইউ থেকে জেনারেল বেডে দেওয়া হলো উন্নাও-এর নির্যাতিতাকে

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আইসিইউ থেকে বের করে জেনারেল ওয়ার্ডে দেওয়া হয়েছে উন্নাওয়ের নির্যাতিতাকে। গত জুলাই মাসের ২৮ তারিখ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। প্রথমে লখনউ ও পরে শীর্ষ আদালতের নির্দেশে দিল্লির এইমস-এ ভর্তি করা হয় তাঁকে। অবশেষে তিনি বিপদ কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, এমনটাই জানিয়েছেন এইমস-এর ডাক্তাররা।

২০১৭ সালে উন্নাওয়ের এই নাবালিকা ধর্ষণের শিকার হন। অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক কুলদীপ সেনগারের বিরুদ্ধে। সেই মামলা চলাকালীনই ২৮ জুলাই উন্নাও থেকে রায়বরেলী যাওয়ার পথে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। এই দুর্ঘটনায় নির্যাতিতার দুই কাকিমার মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজন ওই ধর্ষণের মামলায় অন্যতম সাক্ষী ছিলেন।

Leave a Reply

error: Content is protected !!