দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান। লকডাউনের মধ্যেই ট্রেন চালুর সিদ্ধান্ত রেলের। মঙ্গলবার ১২ মে থেকে নির্বাচিত কয়েকটি জোনে প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। শুরুতে ১৫ জোড়া ট্রেন চালানো হবে। অর্থাৎ রিটার্ন জার্নি নিয়ে মোট তিরিশটি ট্রেন চলবে।
রবিবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ রেলমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, নয়াদিল্লি থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মদগাঁও, মুম্বই সেন্ট্রাল, আমদাবাদ এবং জম্মু তাওয়াই পর্যন্ত ট্রেন চালানো হবে শুরুতে।
এখন কাউন্টার থেকে কোনও টিকিট বিক্রি করা হবে না। একমাত্র অনলাইনে টিকিট মিলবে। সোমবার বিকেল ৪টে থেকে এই বিশেষ ট্রেনের টিকিট বুকিং শুরু হতে চলেছে। এক্ষেত্রে শুধুমাত্র IRCTC-র ওয়েবসাইট www.irctc.co.in থেকে টিকিট কাটা যাবে। এমনকী এখন পাওয়া যাবে না প্ল্যাটফর্ম টিকিট। একমাত্র যাঁর কাছে কনফার্ম টিকিট থাকবে বৈধ পরিচয়পত্রের সঙ্গে নাম মিলিয়ে শুধুমাত্র তাঁকেই স্টেশনে ঢুকতে দেওয়া হবে।
Support Free & Independent Journalism