দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেরল ও পাঞ্জাবের পর নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রুখে দাঁড়াল কংগ্রেস শাসিত রাজস্থান। শনিবার সেখানকার বিধানসভাতেও নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব পাশ হল। নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব উত্থাপন হলে বিজেপি বিধায়করা সভার ওয়েলে নেমে আসেন। নাগরিকত্ব আইনের পক্ষে স্লোগান দিতে থাকেন। যদিও হট্টগোলের মধ্যেই প্রস্তাব পাশ হয়ে যায়।
চলতি সপ্তাহের শুরুতে মোদী সরকারকে চার মাসের সময় নির্ধারিত করে দিয়ে সুপ্রিমকোর্ট নাগরিকত্ব আইনে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। বিচারপতিরা বলেন, স্থগিতাদেশ দেওয়া উচিত কিনা, তা স্থির হবে সরকারপক্ষের কথা শোনার পরে। অন্যদিকে হুমকি দিয়েছেন অমিত শাহও। যতই আন্দোলন হোক এই আইন বলবৎ থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন