Friday, April 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

তৃণমূলের মুসলিম ভোটে থাবা বসাতে হাজির মিম! ২-৩ শতাংশ ভোট পেলেই ফায়দা বিজেপির

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মমতার বাংলায় প্রবেশ করছে আসাদউদ্দিন ওয়েসীর মিম। তারা শুধু প্রবেশই করছে না, গত পাঁচ দিনে তিন লক্ষেরও বেশি সদস্যপদ সংগ্রহও করেছে তারা। ইতিমধ্যেই মিমের পক্ষে থেকে হুঙ্কার ছাড়া হয়েছে, ২১টি জেলায় তারা কার্যালয় খুলবে। ২৯৪টির মধ্যে ২২০টি কেন্দ্রে তারা আধিপত্য বিস্তার করবে।

এতদিন বাংলার সংখ্যালঘু ভোটের অধিকাংশই যেত তৃণমূলের ঝুলিতে। এবার সেই ভোটে আড়াআড়ি বিভাজন ঘটিয়ে দিতে চলেছে মিম। সংসদে সিএবি নিয়ে ভোটাভুটির দিন তৃণমূলের আট সংসদ সদস্যের অনুপস্থিতির কথা উল্লেখ করে মিম প্রত্যাঘাত করেছে মমতার দলকে। আর এই বার্তাতেই ৩ লক্ষেরও বেশি মানুষ সাড়া দিয়েছে।

মিম বাংলায় বিজেপির বিরুদ্ধে এনআরসি এবং এনপিআর ইস্যুতে প্রচার চালিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের দিকে টানার চেষ্টা করবে। বাংলার রাজনীতিতে মিমের উপস্থিতি বিজেপিকে সহায়তাই করবে। যদি মিম ২ থেকে ৩ শতাংশ মুসলিম ভোট নিজেদের দিকে টেনে নিতে পারে, তবে অনেক আসনেই তৃণমূলকে কাত করে দেবে বিজেপি। মিমের ভোট কাটাকাটিতে বিজেপি মাইলেজ পেয়ে যাবে বাংলায়।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!