দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অবশেষে বিস্তর বিতর্ক পিছনে ফেলে ভারতের হাতে এল রাফাল যুদ্ধবিমান। কিন্তু সত্যিই কি বিতর্কের অবসান হল? গণতান্ত্রিক দেশ ভারত রাফাল যুদ্ধবিমান গ্রহণের আগে করল ‘শস্ত্র পুজো।’ তারপর ফ্রান্সের ‘দাসো অ্যাভিয়েশন’ এর কাছ থেকে আড়ম্বরের সঙ্গে প্রথম রাফাল যুদ্ধবিমান গ্রহণ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন রাফাল ফাইটার জেটের ককপিটে হাত রেখে রাজনাথ বলেন, ‛ভারতের ঐতিহাসিক দিন।’
মোট ৩৬টি রাফাল কেনার বিষয়ে চুক্তি হয়েছিল। ২০১৬-র সেপ্টেম্বরে ফ্রান্সের সরকারের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেছিল ভারত। অক্টোবরেই চুক্তিমাফিক প্রথম রাফাল যুদ্ধবিমান ভারতের হাতে তুলে দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। রাফাল নির্মাতা সংস্থা ‘দাসো অ্যাভিয়েশন’ জানিয়েছে, মোট ৫৯ হাজার কোটি টাকা দামের ৩৬টি রাফাল যুদ্ধবিমানের মধ্যে প্রথম চারটি ভারতে পৌঁছবে আগামী বছর অর্থাৎ ২০২০ সালের মে মাসে।