দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপি ছাড়লেন মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত রাজ্যসভা সাংসদ অজয় প্রতাপ সিংহ। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে চিঠি লিখে বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সূত্রের খবর, শীঘ্রই কংগ্রেসে যোগ দেবেন তিনি।
কয়েকদিন আগেই বিজেপির দুই লোকসভা সাংসদ হরিয়ানার হিসারের ব্রিজেন্দ্র সিংহ এবং রাজস্থানের চুরুর রাহুল কসওঁয়া কংগ্রেসে যোগ দিয়েছেন। শুক্রবার তেলঙ্গানার মেহবুবনগরের প্রাক্তন বিজেপি সাংসদ জিতেন্দ্র রেড্ডিও কংগ্রেসের পতাকা ধরেছেন।