Sunday, April 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

বাংলায় এ বারও সাত দফায় হবে লোকসভা ভোট! খবর কমিশন সূত্রে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শনিবার দুপুর ৩টেয় লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। বাংলায় এ বারও সম্ভবত সাত দফাতেই লোকসভা ভোট হতে চলেছে। এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। রাজ্যের শাসকদল তৃণমূল যদিও এক দফাতেই ভোটের পক্ষে জোর সওয়াল করেছে।

সাত দফায় লোকসভা ভোট করানোর মাঝেই বরানগর এবং ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও করে ফেলতে চাইছে কমিশন। ইতিমধ্যে রাজ্যে চলে এসেছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর আরও আসবে ৭৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

Leave a Reply

error: Content is protected !!