দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রবিবার সন্ধ্যায় সৌদি আরবে দেখা গেল চাঁদ। সেইসঙ্গে শুরু হয়ে গেল পবিত্র রমজান মাস। আগামিকাল সোমবার থেকে সৌদি আরবে শুরু হবে রোজা। সাধারণত প্রথমে সৌদি আরব, ভারতের কয়েকটি অংশ এবং কয়েকটি পশ্চিমী দেশে চাঁদ দেখা যায়। পরদিন ভারতের বাকি অংশ, পাকিস্তান, বাংলাদেশ এবং অন্যান্য দেশে চাঁদ পরিলক্ষিত হয়। যেদিন চাঁদ দেখা যায়, তার পরদিন থেকে রোজা শুরু হয়।
১১ মার্চ সোমবার থেকে রোজা শুরু হবে যেসব দেশে ―
আফগানিস্তান, আলবানিয়া, বেলজিয়াম, বলিভিয়া, বুলগেরিয়া, আর্মেনিয়া, অস্ট্রিয়া, বাহারিন, বুরকিনা ফাসো, ডেনমার্ক, ইতালি, আইসল্যান্ড, জর্জিয়া, হাঙ্গেরি, কাতার, কুয়েত, জর্ডন, কিরঘিজিস্তান, ফিনল্যান্ড, কাজাখস্তান, রোমানিয়া, সিরিয়া, রাশিয়া, সিঙ্গাপুর, সুইডেন, উজবেকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, তুর্কিমেনিস্তান, ইয়েমেন, তাইওয়ান, সুদান।
উল্লেখ্য, আরব বিশ্বের পাশাপাশি কেরলেও একই দিনে রোজা শুরু হয়। তাই সোমবার থেকে রোজা রাখা শুরু করবেন কেরলের ধর্মপ্রাণ মুসলিমরা।