Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

রক্ত দিয়ে হিন্দু মহিলার প্রাণ বাঁচালেন সৈয়দ আবু তাহির, কুর্নিশ জানালেন রাবিশ কুমার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তামিলনাড়ুর ত্রিচিতে প্রসব যন্ত্রনায় ছটফট করছিলেন একজন গর্ভবতী হিন্দু মহিলা। ওই মহিলার নাম সুলোচনা। তাঁকে কোনওরকমে জেলা হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী এঝুমালাই। হাসপাতালের ডাক্তার জানান যে, তাঁর অপারেশন করতে হবে এবং রক্তের প্রয়োজন হবে। তাঁর স্বামী লকডাউন উপেক্ষা করে রক্তের খোঁজে রাস্তায় বেরিয়ে পড়েন।

পথে এঝুমালাইকে আটকান
সৈয়দ আবু তাহির নামের এক পুলিশ কনস্টেবল। তিনি এঝুমালাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আবু তাহির জানতে চান লকডাউন ভেঙে তিনি কোথায় যাচ্ছেন। এরপর আবু তাহিরকে সব খুলে বলেন এঝুমালাই। তখুনি রক্ত দিতে রাজি হয়ে যান আবু তাহির। রক্ত দেওয়ার পর মা ও শিশু সুস্থ আছে বলে জানা গিয়েছে।

সৈয়দ আবু তাহিরের রক্তদানের খবর শুনে এসপি তাকে এক হাজার টাকা পুরষ্কার তুলে দেন। এছাড়া রাজ্য পুলিশ প্রধান তাঁকে ১০ হাজার টাকা পুরষ্কার দেন। ২৩ বছর বয়সি সৈয়দ আবু তাহির ১১ হাজার টাকা নিয়ে গিয়ে ওই হিন্দু মহিলাকে উপহার হিসেবে দিয়ে আসেন। এঘটনা শোনার পর সৈয়দ আবু তাহিরের প্রশংসা করেছেন জনপ্রিয় সাংবাদিক রাবিশ কুমার।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!