Latest Newsদেশফিচার নিউজ

সমাধান মিলবে? অমিত শাহের সঙ্গে সাক্ষাত করতে চলেছেন শাহিনবাগের প্রতিবাদীরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আগামিকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছেন শাহিনবাগের আন্দোলনকারীরা। এমনই খবর পাওয়া গিয়েছে। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অমিত শাহ প্রস্তাব দিয়েছিলেন, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যদি কেউ তাঁর সঙ্গে আলোচনা করতে চান, তাহলে স্বাগত। ৪৮ঘণ্টার মধ্যে সেই প্রস্তাব লুফে নিলেন শাহিনবাগের আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরাদের তরফে বলে দেওয়া হল, ‛অমিত শাহের প্রস্তাব আমরা গ্রহণ করছি। আগামীকাল, রবিবার দুপুর দুটোর সময়ে আমরা তাঁর সঙ্গে দেখা করতে রাজি। তবে আমরা তাঁর অফিস থেকে কোনও সময় নিতেব পারব না। এবার স্বরাষ্ট্রমন্ত্রী বলুন কখন, কোথায় আলোচনা করবেন।’ সূত্রের খবর, দুপুর ২টো নাগাদ প্রতিনিধিদের সময় দিয়েছেন অমিত শাহ।

ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে দক্ষিণ-পূর্ব দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন চলছে। মূলত সংখ্যালঘু মহিলারাই সেই আন্দোলনের সামনের সারিতে। কোলে শিশু নিয়ে মায়েদের দেখা যাচ্ছে দিন-রাত এক করে ধর্নায় বসে থাকতে। দাবি একটাই, ধর্মের নিরিখে নাগরিকত্ব দেওয়ার আইন বাতিল করতে হবে।

 

সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!