দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতি হাতের বাইরে। রোজ লাফিয়ে বাড়ছে সংক্রমণ। অক্সিজেনের মারাত্মক ঘাটতির সম্মুখীন হাসপাতালগুলি। এই পরিস্থিতিতে কেন্দ্রের পায়ে ধরতেও রাজি, অক্সিজেন পাওয়ার জন্য। প্রবল সংকটের মুখে এমনটাই মন্তব্য করলেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ।
সাংবাদিক বৈঠকে রাজেশ টোপ মন্তব্য করেন, “রাজ্য সরকার মানুষের জীবন বাঁচানোর জন্য সব কিছু করতে প্রস্তুত। আমি হাতজোড় করে বলছি, এমনকি কেন্দ্র সরকারের পা-ও ধরতে রাজি, আমাদের যদি কিছু পরিমাণে তরল অক্সিজেন দেওয়া যায়…।” তিনি আরও বলেন, “রাজ্যগুলিকে অক্সিজেন দেওয়ার অধিকার এখনও কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে। মহারাষ্ট্র আরও অক্সিজেন পাবে কিনা তা নিশ্চিত করে বলুক কেন্দ্র।”
রাজেশ টোপের কথায়, “কেন্দ্রের উচিত অক্সিজেন বহনকারী ট্যাঙ্কারগুলির জন্য গ্রিন করিডরের ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় অক্সিজেন রাজ্যে রাজ্যে পৌঁছে দেওয়া। আমি বারবার কেন্দ্রের কাছে এই অনুরোধটি করছি।”