Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

জেলে গো-পালন করলে অপরাধ প্রবণতা কমে! আজব দাবি আরএসএস প্রধানের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জেলের মধ্যে যে বন্দিরা গো-পালন করে, দেখা গিয়েছে তাদের মধ্যে অপরাধ প্রবণতা কমে যায়। শনিবার পুণেতে গো-সেবা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসে এমনই দাবি করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ভাগবতের এই মন্তব্য নিয়ে অনেকে কটাক্ষ করতেও শুরু করেছেন। তবে সঙ্ঘ অনুগামীরা বলছেন, এ ব্যাপারে কটাক্ষ করার কিছু নেই। গরু নিরীহ গৃহপালিত পশু। গো-পালনে মনের ভাবের পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। সৎসঙ্গে থেকে মানুষের ভাল বই মন্দ হয় না।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

এদিনের অনুষ্ঠানে ভাগবত আরও জানান, তিনি জেনেছেন যে বন্দিদের দিয়ে জেলে গো-পালন করানো হয়েছে, মুক্তি পাওয়ার পর তাদের অনেকেই আর কোনও অপরাধ করেনি। কিছুদিন আগে গেরুয়া শিবিরের নেত্রী ও ভোপালের সাংসদ সাধ্বী প্রজ্ঞা বলেছিলেন, গরুর লেজে হাত বোলালে অনেক রোগ সেরে যায়। আবার বাংলায় বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, গরুর দুধে সোনা থাকে। অন্যদিকে উত্তরপ্রদেশ সরকার তো শীতে যাতে গরুদের ঠাণ্ডা না লাগে সেজন্য তাদের শীতবস্ত্রের ব্যবস্থা করেছে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!