দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশে সেনাকর্মী নিয়োগে চলছে দেদার দুর্নীতি! এমন খবর মেলায় তড়িঘড়ি তদন্তে নেমেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দেশের অন্তত ১৩টি শহরে তল্লাশি চালিয়ে তদন্তকারী অফিসারদের দাবি, দেশের নানা শহরে ঘুষ নিয়ে সেনা কর্মী নিয়োগ করা হচ্ছে। আর এই কাজে নাম জড়িয়েছে ২৩ জনের। অভিযুক্তদের মধ্যে আবার সাতজন উচ্চপদস্থ সেনা অফিসার, পাঁচ জন লেফটেন্যান্ট কর্নেল, একজন সেনা মেজর ও একজন লেফটেন্যান্ট অফিসার।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, সেনা অফিসাররাও ছাড়াও ঘুষকাণ্ডে নাম জড়িয়েছে ১৭ জন সেনা জওয়ানের। তাছাড়া ওই দলে রয়েছেন ৬ জন সার্ভিস সিলেকশন বোর্ডের অফিসার। এই সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমেই সেনা অফিসার নিয়োগ করা হয়। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও শারীরিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগের প্রক্রিয়া চলে। সিবিআইয়ের অভিযোগ, এখানেই দুর্নীতি হচ্ছে।