দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের শিরোনামে জনপ্রিয় ইসলাম প্রচারক ডাঃ জাকির নায়েক। তিনি মোদী সরকারকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর কথায়, ‛প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দূত আমার সঙ্গে দেখা করেছিলেন’।
জাকিরের দাবি, সরকার তাঁকে বলেছিল, কাশ্মীর নিয়ে আমাদের পদক্ষেপকে সমর্থন করুন। আপনার বিরুদ্ধে সব মামলা তুলে নেব। আপনি ভারতে ফিরতে পারবেন। কিন্তু তিনি এই প্রস্তাবে রাজি হননি। এক ভিডিওয় এমনই চাঞ্চল্যকর দাবি করলেন জাকির নায়েক।
জাকির নায়েক বলেন, ভারত সরকার তাদের এক প্রতিনিধির সঙ্গে আমাকে বৈঠকে বসতে বলেছিল। একইসঙ্গে জাকির নায়েক বলেন, সরকার চেয়েছিল, তাঁর নানা যোগাযোগ কাজে লাগিয়ে মুসলিম দেশগুলির সঙ্গে সম্পর্ক ভাল করতে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন
1 Comment