Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

আরোগ্য সেতুতে গোপনীয়তা ফাঁস! ৯ কোটি মানুষের তথ্যের গোপনীয়তা নষ্ট হওয়ার মুখে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা সংক্রমণে নজরদারি চালাতে সম্প্রতি সরকারি ও বেসরকারি কর্মীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড বাধ্যতামূলক করেছে মোদী সরকার। কনটেনমেন্ট এলাকাগুলিতে যাঁরা বসবাস করছেন, তাঁদের জন্যও বাধ্যতামূলক এই অ্যাপ। বিদেশ থেকে যাঁরা ফিরছেন, দেশে নেমে সর্বপ্রথম তাঁদেরও এই অ্যাপ ডাউনলোড করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

মোদী সরকারের সেই আরোগ্য সেতু অ্যাপ নিয়ে প্রশ্ন তুললেন এক হ্যাকার। তাঁর অভিযোগ, ভারতের ৯ কোটি মানুষের তথ্যের গোপনীয়তা নষ্ট হওয়ার মুখে। করোনা সংক্রমণের উপর নজরদারি চালানোর নামে নাগরিকদের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে বলে বিরোধী শিবির থেকে আগেই অভিযোগ উঠেছিল। এইবার ফ্রান্স নিবাসী রবার্ট ব্যাপটাইজ নামের ওই হ্যাকারের নতুন দাবিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

এলিয়ট আলডারসন ছদ্মনামে ট্যুইটারে একটি হ্যান্ডেল রয়েছে তাঁর। মঙ্গলবার রাতে সেখানে আরোগ্য সেতু অ্যাপ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আরোগ্য সেতু অ্যাপের নির্মাতাদের উদ্দেশে এলিয়ট লেখেন, ‘আরোগ্য সেতু অ্যাপে নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু ত্রুটি চোখে পড়েছে। ৯ কোটি ভারতীয়র গোপনীয়তা নষ্ট হওয়ার মুখে। ব্যক্তিগত ভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান কি?’

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!