দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ অসমের ডিটেনশন ক্যাম্পে যাঁদের দু’বছরের বেশি বন্দি জীবন কেটেছে তাঁদের ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশিষ্ট আইনজীবী কলিন গঞ্জালভেস ন্যাশনাল ফোরাম অফ প্রিজনসের পক্ষে দাঁড়িয়ে বলেন, বন্দীদের মধ্যে একজনও বিদেশি নয়, ৫০ বছর ধরে অসমে বসবাস করছেন, চাষ-বাস, জমি-জমা নিয়ে থাকেন।
বর্তমানে অসমে তেজপুর, কোকড়াঝার, গোয়ালপাড়া, শিলচর, যোরহাট এবং ডিব্রুগড় এই ৬টি ডিটেনশন ক্যাম্প রয়েছে, যেখানে ৯৮৮ জন বন্দি অবস্থায় আছেন। বিধানসভায় পরিষদীয়মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী জানান, বন্দীদের মধ্যে ২৮ জন মারা গেছেন। ৭৩ জন মুক্তি পেয়েছেন। এর আগে সুপ্রিমকোর্ট তিন বছরের বেশি সময় ধরে বন্দি জীবন কাটানো ডিটেনশন ক্যাম্প বন্দীদের কয়েকটি শর্তে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। দেশ-বিদেশ জুড়ে করোনা ভাইরাসের জেরেই এই নয়া নির্দেশ দিয়েছে আদালত।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।
আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন