Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‘মহিলাদের সম্মান করা আপনাদের রক্তে নেই’, ‘যৌনকর্মী’ মন্তব্যে সৌমিত্রকে পাল্টা সায়নীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘মহিলাদের সম্মান করা আপনাদের রক্তে নেই’, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ‘যৌনকর্মী’ মন্তব্যে পাল্টা তোপ দাগলেন অভিনেত্রী সায়নী ঘোষ। সম্প্রতি সৌমিত্র কুরুচিকর ভাষায় সায়নী ঘোষকে যৌন কর্মী বলে। এবার সোশাল মিডিয়ায় বিজেপি সাংসদকে পাল্টা জবাব দিয়েছেন সায়নী ঘোষ।Saayoni Ghosh Controversy: 'মহিলাদের সম্মান করা আপনাদের রক্তে নেই', সৌমিত্রর 'যৌনকর্মী' মন্তব্যের প্রতিক্রিয়ায় লিখলেন সায়নী

তিনি লিখেছেন, ‘রাগে, শোকে আপনার ভারসাম্য হারানোটা খুবই স্বাভাবিক। আমি সব পেশাকেই সম্মান করি। ফলত, আপনি আমাকে বিশেষ ছোট করতে পারলেন না। তবে আপনি নিজে অনেকটা ছোট হলেন। মহিলাদের সম্মান করা আপনাদের রক্তে নেই। এমনকী আপনার পরিবারের প্রাক্তন একজন কয়েক দিন আগেই এই অভিযোগ করেছিলেন। আর আপনি এই কথাগুলো বলে সেটা আরো পরিস্কার করে দিচ্ছেন। যা বাংলার মা-বোনেদের জন্য যথেষ্ট চিন্তার কারণ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আর যাঁরা আপনাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাঁদের পাশে একটু দাঁড়ান ও দায়িত্ববান হোন।’

 

 

 

Leave a Reply

error: Content is protected !!