Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

১২ ভোটে হার আরজেডি প্রার্থীর! ৫ ভোটে হেরেছিলেন সুজন চক্রবর্তী, রেকর্ড আছে ১ ভোটে হারেরও

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনে বহু কেন্দ্রে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। এতটাই হাড্ডাহাড্ডি যে একটি আসনে মাত্র ১২ ভোটে নির্ধারিত হয়েছে জয়-পরাজয়। রাজ্যের হিলসা কেন্দ্রে মাত্র ১২ ভোটে জিতেছেন জেডিইউ প্রার্থী কৃষ্ণকুমারী শরণ। প্রতিপক্ষ আরজেডি প্রার্থী অত্রি মুনি।

২০০১ সালের বিধানসভা ভোটে বারুইপুর কেন্দ্রে মাত্র ৫ ভোটে হেরেছিলেন সুজন চক্রবর্তী। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের অরূপ ভদ্র। তবে তার চেয়েও কম, মাত্র ১ ভোটে জয়-পরাজয়েরও ইতিহাস রয়েছে নির্বাচন কমিশনে। ২০০৮ সালে রাজস্থানের নাথোদ্বারা কেন্দ্রে হেরেছিলেন কংগ্রেস নেতা সি পি যোশী।

 

Leave a Reply

error: Content is protected !!