দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনেও আফ্রিকান বোলারদের উপর চাক্কু ঘোরানো ব্যাটিং করলেন রোহিত শর্মা ও অজিঙ্কা রাহাণে। আজ লাঞ্চ বিরতির পর ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ডবল সেঞ্চুরি পূরণ করলেন রোহিত শর্মা। অন্যদিকে তিন বছর পর দেশের মাঠে সেঞ্চুরি করলেন ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রাহাণে।
টেস্ট ক্যারিয়ারে রোহিতের ৫টি সেঞ্চুরি থাকলেও, ডাবল সেঞ্চুরি আজকেরটিই প্রথম। এরই মাধ্যমে বিশ্বের মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ও টেস্ট- উভয় ফরম্যাটে ডাবল সেঞ্চুরির মালিক হলেন তিনি। দেড়শ রান করার সঙ্গে সঙ্গেই আরও এক রেকর্ড করেন রোহিত। তিনিই একমাত্র ওপেনার যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক সিরিজে দু’বার দেড়শ রান করেছেন।
অন্যদিকে, সেই ২০১৬ সালে দেশের মাঠে শেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন রাহাণে। এ দিনের সেঞ্চুরি তাঁকে অনেকটাই স্বস্তি দিল। সেঞ্চুরি করার পরে অবশ্য ১১৫ রানের মাথায় নবাগত জর্জ লিন্ডার বলে আউট হন রাহাণে। এই মুহূর্তে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেটের বিনিময়ে ৪১৯ রান ভারতের।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন