Sunday, April 14, 2024
আন্তর্জাতিকদেশফিচার নিউজ

পাকিস্তানে হামলা ভারতের! পাক অধিকৃত কাশ্মীরে চলছে গুলির লড়াই

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসীদের অন্তত চারটি আস্তানা ও ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। এই ঘটনায় বেশ কয়েকজন জঙ্গি ও পাক সেনা খতম হয়েছে বলে খবর। পাক সেনার গুলিতে শহিদ হয়েছেন দুই ভারতীয় জওয়ানও। এ ছাড়াও নিহত হয়েছেন এক সাধারণ মানুষ। এখনও চলছে গুলির লড়াই।

আজ সকালের দিকে পাক অধিকৃত কাশ্মীরের তাঙধর সেক্টরের বিপরীত পাশে ভারতীয় সেনাবাহিনী এই হামলা চালায়। সংবাদসংস্থা এএনআই বলছে, পাক অধিকৃত কাশ্মীরের নিলাম ঘাট উপত্যকায় সন্ত্রাসীদের ঘাঁটি ও চৌকিতে হামলা চালিয়েছে সেনাবাহিনী। এতে সেনাবাহিনীর চার থেকে পাঁচ সদস্য ও জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার অনেক সদস্য হতাহত হয়েছে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!