দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশজুড়ে চলমান পিটিয়ে মারার ঘটনায় মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মোহন ভাগবত এই হিংসার ঘটনাগুলি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। দেশের মানুষের কাছে তাঁর আবেদন, শান্তিতে বাস করুন। তাঁর দাবি, আরএসএস কর্মীরা মানুষের মধ্যে শান্তির বার্তা নিয়ে যাচ্ছেন।
মব লিনচিং বা গণপিটুনিতে মৃত্যুর প্রসঙ্গ তুলে হিন্দুদের বদনাম করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন মোহন ভাগবত। তিনি বলেছেন, গণপিটুনিতে হত্যা হয় পাশ্চাত্য দেশগুলিতে। ভারতে লিনচিং-এর কথা বলে দেশ ও হিন্দুদেরও বদনাম করা হচ্ছে। একটি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, ‛ভারতে লিনচিং হয় না। এসব অন্যত্র হয়। সামাজিক হিংসার কয়েকটি ঘটনাকে ‘লিনচিং’ বলে আখ্যা দেওয়ার অর্থ আমাদের দেশের বদনাম করা।’ আরএসএস প্রধানের মতে, লিনচিং হয় পাশ্চাত্য দেশগুলিতে। তাঁর কথায়, ‛ভারতীয় নৈতিকতায় লিনচিং-এর স্থান নেই। ভিন্ন ধর্মে লিঞ্চিং-এর কথা আছে। ভারতের ওপরে লিনচিং-এর অভিযোগ চাপিয়ে দেবেন না।’