Saturday, July 27, 2024
দেশফিচার নিউজ

মোদী আশৈশব আরএসএস-এর প্রোপাগান্ডায় বিশ্বাসী, প্রধানমন্ত্রীকে আক্রমণ অমর্ত্য সেনের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আরএসএস-এর সাম্প্রতিক সাফল্যে উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি মন্তব্য করেছেন, এরআগেও ভারতে হিন্দুত্ববাদীদের তৎপরতা দেখা গেছে। কিন্তু তা ছিল বিচ্ছিন্ন। গত নির্বাচনের পর থেকে পরিস্থিতি বদলে গেছে বলেও অমর্ত্য সেন মন্তব্য করেন।

আরএসএস সম্পর্কে বলতে গিয়ে অমর্ত্য সেন মোদীকে আক্রমণ করে বলেন, ‘মোদী একজন স্বপ্রতিভ ও সফল রাজনীতিবিদ। কিন্তু আশৈশব তিনি আরএসএস-এর প্রোপাগান্ডায় বিশ্বাসী।’ দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘মানুষ ভয়ের মধ্যে আছেন। এটা আগে কখনও দেখিনি। এটা গণতন্ত্রের পথ নয়। সংখ্যাগরিষ্ঠ মানুষ কী চান, সেটা বোঝারও পথ এটা নয়।’

মোদীর সবচেয়ে বড়সাফল্য সম্পর্কে বলতে গিয়ে অমর্ত্য সেন বলেন, ‘গোধরা মামলা থেকে নিজেকে মুক্ত করা মোদীর সবচেয়ে বড় সাফল্য। এরফলে ২০০২ সালের যে ঘটনায় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন, তার পিছনে মোদীর একটা ভূমিকা ছিল, ভারতে অনেকে তা বিশ্বাসই করেন না।’

Leave a Reply

error: Content is protected !!