দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রামের শহর হিসেবে পরিচিত অযোধ্যা থেকে একটি হৃদয় বিদারক ছবি প্রকাশ্যে এসেছে। অযোধ্যায় অবস্থিত চৌধুরী চরণ সিং ঘাটের কাছে সরযু নদীর তীরে ৮০ বছর বয়সী এক সাধুর মৃতদেহ পাওয়া গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তিনি কয়েকদিন থেকেই অসুস্থ ছিলেন।
করোনা উদ্ভূত পরিস্থিতিতে লকডাউন শুরু হয়ে যাওয়ায় কোনও ভক্ত বা স্থানীয় প্রশাসন কেউই তাঁর খোঁজ নেয়নি। ফলে ওষুধ ও খাবারের অভাবে মারা গিয়েছেন তিনি। অযোধ্যার সরযু ঘাটের ফুল বিক্রেতা স্কন্দ দাস জানান, ওই সাধু প্রায় ৬ দিন না খেয়ে পড়েছিলেন। এহেন ঘটনার পর নানা প্রশ্ন ওঠা শুরু হয়েছে।
স্থানীয় এক সাংবাদিক জানান, কয়েকদিন ধরে ওই সাধুর মরদেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল। পরে পুলিশকর্মীরা এসে তাঁর মরদেহ নদীতে ফেলে দেয়। অভিযোগ উঠেছে, হিন্দু ধর্ম মতে তাঁর শেষকৃত্য না করেই তাঁকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। যেখানে রামের মন্দির তৈরি হতে চলেছে, সেখানে সাধুদের এই অবস্থা কেন? প্রশ্ন তুলেছেন অনেকেই।
Support Free & Independent Journalism