দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউনে মানবতার অনন্য নজির দেখা গেল অসমে। সেখানে মুসলিম পরিযায়ী শ্রমিকদের আশ্রয় দিলেন এক হিন্দু ব্যক্তি। বিহারের সহরসা জেলার খগড়িয়াতে থেকে অসমের ধুবড়িতে কিছু মাটির জিনিস তৈরি করতে গিয়েছিলেন বেশ কয়েকজন। প্রতিবছরই অসমের বাসিন্দা দেব কুমারের বাড়িতে তাঁরা আসেন। এবছরও গিয়েছিলেন। কাজের জন্য প্রতিবছরই তাঁরা মাস দু’য়েক সেখানে থাকেন।
দেব কুমার জানিয়েছেন, ‘আমি ওঁদের প্রতিবছরই আমার বাড়িতে জায়গা দিয়ে থাকি। আমার বাড়িতে দুটি আলাদা ঘর আছে। ওঁরা সেখানে থাকে। এবছরও ওঁরা এসেছিলেন। মাটির তৈরি পুতুল ইত্যাদি তৈরি করার জন্য।’
এরই মাঝে শুরু হয়ে যায় লকডাউন। যার ফলে আটকে পড়েন ওঁরা। আর সেই সময়েই নির্দ্বিধায় ওঁদের থাকতে দেন দেব কুমার। দেব কুমার জানালেন, রমজান মাসের প্রতিদিন কেউ না কেউ ওঁদের জন্য ফল, বা অন্য খাবার জিনিস নিয়ে আসেন। আমরা রোজ সন্ধ্যে বেলা পুজো করি, ওঁরা ইফতার করে। একই বাড়িতে। কোনও অসুবিধা হয় না।’