Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজবিনোদন

মানুষের রূপে শয়তানরা বাস করছে! হায়দরাবাদ ধর্ষণ নিয়ে কটাক্ষ সালমানের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, বিনোদন ডেস্ক : হায়দরাবাদের পশু চিকিৎসক তরুণীকে গণধর্ষণের ঘটনায় মুখ খুললেন বলিউড সুপারস্টার সালমান খান। একটি ট্যুইটে তিনি লিখেছেন, ‛মানুষের রূপে শয়তানরা বাস করছে। নির্ভয়া কিংবা হায়দরাবাদের নির্যাতিতাদের যে কষ্ট ও নির্যাতন সহ্য করতে হয়েছে তার বিরুদ্ধে আমাদের একজোট হতে হবে। আমাদের মধ্যে যে শয়তানরা বাস করছে তাদের শেষ করতে হবে আমাদেরকেই।’

হায়দরাবাদের ২৬ বছর বয়সী ওই পশু চিকিৎসককে বৃহস্পতিবার রাতে চারজন মিলে গণধর্ষণ করে। পুলিশ সূত্রে খবর, একটি টোল প্লাজায় তরুণী নিজের স্কুটি রেখে ক্লিনিকে গিয়েছিলেন। অভিযুক্তরা প্রথমে তাঁর স্কুটি পাংচার করে। তারপর তরুণী সেখানে এলে তাঁকে জোর করে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে ওই চারজন। তারপর পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় তাঁকে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!