দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রে সরকার গঠনের মহা সমস্যার মধ্যেই জল্পনা বাড়িয়ে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা শরদ পওয়ারের সঙ্গে দেখা করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। অন্যদিকে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ ইঙ্গিত দিয়েছেন শিবসেনাকে নিয়েই তিনি শপথ নেবেন। এরই মাঝে এই দুই ঘটনায় অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। প্রশ্ন ওঠা শুরু হয়েছে, তবে কি বিজেপির সঙ্গ ছাড়ছে শিবসেনা?
ফড়ণবীশ ইঙ্গিত দিলেও এখনও পর্যন্ত মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে বিজেপি-শিবসেনার রফাসূত্র জানা যায়নি। কেননা আদিত্য ঠাকরেকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করতে চায় শিবসেনা। তারা একপ্রকার জিদ ধরেই বসে আছে। শরদ পওয়ারের সঙ্গে দেখা করার পরে শিবসেনার নেতা সঞ্জয় রাউত যদিও জল্পনায় জল ঢেলে জানিয়ে দেন, দীপাবলির পরে স্রেফ সৌজন্য সাক্ষাতের জন্যই তিনি শরদ পওয়ারের কাছে গিয়েছিলেন। সব মিলিয়ে ক্রমেই জল্পনা বাড়ছে মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন