নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : সংসদে প্রণীত নাগরিকত্ব আইনকে অসাংবিধানিক, বিভেদমূলক ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে দেশজুড়ে ‛সংবিধান বাঁচাও, নাগরিকত্ব বাঁচাও’ ক্যাম্পেইন পরিচালনা করছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া।
পার্টির অভিযোগ, সিএএ আইনের সাথে এনআরসি আমাদের দেশের ধর্মনিরপেক্ষ এবং বহুত্ববাদী চরিত্রকে ধ্বংস করবে। এটি সংবিধানের ১৪, ১৫ ও ২১ অনুচ্ছেদেরও পরিপন্থী। এটি ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর আরএসএসের এজেন্ডা প্রতিষ্ঠার একটি পদক্ষেপ।
দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া ২৩ জানুয়ারী থেকে ৩০ জানুয়ারী ‛সংবিধান বাঁচাও, নাগরিকত্ব বাঁচাও’ শীর্ষক একটি জাতীয় প্রচারাভিযান পরিচালনা করছে।
প্রচারাভিযানকে সফল করতে এরাজ্যেও সেমিনার, সিম্পোজিয়াম, সমাবেশ, মানববন্ধন, সত্যাগ্রহ, কেন্দ্রীয় সরকারী অফিসের সামনে ধরনা, পিকেটিং, টর্চ বা মোমবাতি মিছিল, জনসভা, জেল ভরো আন্দোলন, পথ নাটিকা, ডোর টু ডোর ভিজিট ইত্যাদি পরিকল্পনার কথা জানিয়েছে পার্টি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় মাইক প্রচার, পোস্টারিং, দেওয়াল লিখন ইত্যাদির কাজ শুরু করেছে ওয়েলফেয়ার পার্টি।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন