Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

করোনা বিধি মেনে সোমবার থেকে পাঞ্জাবে খুলছে স্কুল, বাংলায় কবে?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনা লকডাউনের জন্য প্রায় দেড় বছর থেকে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এখনো পর্যন্ত স্কুল কলেজ খুলতে রাজি নয় সরকার। তবে আগামী সোমবার থেকে কোভিড বিধি মেনে স্কুল খুলে দিচ্ছে পাঞ্জাব সরকার। একেবারে দ্বাদশ পর্যন্ত সব শ্রেণির পঠনপাঠন চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ১০ অগস্ট পর্যন্ত কোভিড বিধিনিষেধ চালু রয়েছে পাঞ্জাবে। তার মধ্যেই শনিবার পাঞ্জাব সরকারের তরফে সকুল চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পঠনপাঠন চালু হলেও, স্কুলে কোভিড সতর্কতা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। রাজ্য স্কুল শিক্ষা দফতর সেই মর্মে নির্দেশিকা প্রকাশ করবে বলে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গেও চালু হল এক দেশ এক রেশন কার্ড, কী সুবিধা পাবেন দেখে নিন
কোভিডের বিরুদ্ধে শিশুদের প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই স্কুলের পঠনপাঠন বন্ধ রাখার প্রয়োজন নেই বলে সম্প্রতি জানান বিশেষজ্ঞরা। তার পরই স্কুল খোলার সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার। তবে স্কুল খুললেও, কোভিড বিধিনিষেধ দারি থাকছে রাজ্যে ১০ অগস্ট পর্যন্ত।

পাঞ্জাবে এখনও পর্যন্ত ৫ লক্ষ ৯৯ হাজার ২০৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৬ হাজার ২৯২ জন করোনা রোগীর। গত ২৪ ঘণ্টায় সেখানে নচুন করে সংক্রমিত হয়েছেন ৪৮ জন। মারা গিয়েছেন ২ জন রোগী। সংক্রমণ নিম্নমুখী হওয়াতেই স্কুল খোলার সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার।

Leave a Reply

error: Content is protected !!