Thursday, March 13, 2025
Latest Newsদেশবিনোদন

কেরালায় পৌর-পঞ্চায়েত নির্বাচনে বিরাট দাপট এসডিপিআই-এর, জয়ী ১০২ আসনে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বুধবার ফল বের হয় কেরালার পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচনের। সেখানে দেখা যায় ওয়েলফেয়ার পার্টির মতো দাপট ধরে রেখেছে স‍্যোশাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া-ও( এসডিপিআই)। গননা শেষে ১০২ আসনে জয়লাভ করে এসডিপিআই।

কেরালায় এবার ২০০ টি আসনে প্রার্থী দিয়ে ১০২ আসনে জয়লাভ করে এসডিপিআই। তার মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৮০ টি পদে জয়লাভ করে। ব্লক পঞ্চায়েতে ১টি আসনে, পৌরসভার ২০ টি আসনে এবং করপোরেশনের ১ টি আসনে জয়লাভ করে।

উল্লেখ্য, এর আগেও ২০১৫ সালে কেরালায় ৪৭ টা আসনে জয়ী হয়েছিল তারা। সম্প্রতি আবার রাজস্থানের পৌর নির্বাচনে ৫ টি আসনে জয়লাভ এই পার্টি।

Leave a Reply

error: Content is protected !!