Saturday, April 20, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

তৃণমূল কংগ্রেস একটা সমুদ্র, সেখান থেকে এক বালতি জল তুলে নিলে সমুদ্রের কোনও সমস্যা হয় না : ফিরহাদ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: তৃণমূল কংগ্রেস একটা সমুদ্র, সেখান থেকে এক বালতি জল তুলে নিলে কোনও প্রভাব পড়ে না, দলের ভাঙন নিয়ে এমনটাই মন্তব্য করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

শুভেন্দু অধিকারীর ইস্তফা ও সন্ধায় সুনীল মণ্ডলের বাড়িতে বৈঠকের প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলে সমুদ্রের কোনও সমস্যা হয় না । কারও ইচ্ছে হলে সে দল ছেড়ে চলে যেতেই পারেন । কেউ কারও সঙ্গে বৈঠক করতেই পারেন । সেটা তাঁদের ব্যক্তিগত বিষয় ৷ সে বিষয়ে আমি কিছু বলতে চাই না ৷ তবে কে এল, দলের থেকে কে গেল তাতে তৃণমূলের মত একটা সর্বভারতীয় দল বিশেষ ভাবে না ।”

তিনি আরও বলেন, “মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলনের ফল হচ্ছে তৃণমূল কংগ্রেস । বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন । বাংলার মানুষের আশা-ভরসা তৃণমূল কংগ্রেস । আমরা সেই দলের প্রতিনিধি হিসেবে কাজ করি । দলের প্রতিনিধি হওয়ার জন্যই মানুষ আমাদের বিশ্বাস করেন ।”

 

Leave a Reply

error: Content is protected !!