দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীরের অশান্ত পরিবেশ নিয়ে মন্তব্য করে বিপাকে পড়লেন জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র ইউনিয়নের প্রাক্তন সহ-সভাপতি শেহলা রশিদ। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করেছে দিল্লি পুলিশ।
সুপ্রিমকোর্টের আইনজীবী আলাখ অলোক শ্রীবাস্তবের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ১২৪-এ ধারায় দেশদ্রোহিতা, ১৩৫-এ ধারায় শত্রুতায় প্ররোচনা, ১৫৩ ধারায় দাঙ্গায় উস্কানি, ৫০৪ ধারায় শান্তিভঙ্গের উদ্দেশ্যে এবং ইচ্ছাকৃত অপমানের উদ্দেশ্যে মন্তব্য, ৫০৫ ধারায় জনগণের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরির অভিযোগ আনা হয়েছে।
সোশ্যাল সাইটে শেহলা বলেছিলেন, কাশ্মীরের একাধিক এলাকায় সেনাবাহিনী রাতে সাধারণ মানুষের বাড়িতে ঢুকে সব কিছু তছনছ করছে, খাবার-দাবার নষ্ট করছে, নির্বিচারে ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। শেহলা তাঁর সাফাইতে বলেছেন, সেনাবাহিনীর আচরণের বিরুদ্ধে যা যা তিনি লিখেছেন, সে সব মানুষের সঙ্গে কথা বলেই সংগৃহীত। ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত হলেই সত্য বেরিয়ে আসবে।