Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

শাহীনবাগ মামলায় ভারসাম্যের পথে হাঁটল সুপ্রিমকোর্ট, রায় রিজার্ভ শীর্ষ আদালতে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শাহীনবাগ মামলায় নিজেদের রায় রিজার্ভ করে রাখল শীর্ষ আদালত। সিএএ-র বিরুদ্ধে দিল্লির শাহীনবাগে রাস্তা আটকে বিক্ষোভ হয়েছিল। লাগাতার চলা এই ধর্নামঞ্চ কোভিডের জেরে শেষ পর্যন্ত পুলিশ সরিয়ে দেয়।

পথ আটকে বিক্ষোভ করা কি যাবে। নাকি তাদের উঠে যেতে হবে। এরকম প্রশ্নে কোনও একতরফা সিদ্ধান্ত যে দেবে না সুপ্রিমকোর্ট, সেটা শাহীনবাগ মামলার শুনানির সময় স্পষ্ট করে দিল শীর্ষ আদালত। তারা জানাল পরিস্থিতি বদলে যায়, সেই অনুসারে ব্যবস্থা নিতে হয়।

এদিন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ বলে যে ভগবানই হস্তক্ষেপ করে এই প্রতিবাদ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে। বেঞ্চ বলে যে রাস্তা পোকো ও প্রতিবাদের অধিকারের মধ্যে ভারসম্য চাই। অভিন্ন নীতি প্রণয়ন করা শক্ত কারণ পরিস্থিতি বদলে যায়।

 

Leave a Reply

error: Content is protected !!